Monday, April 5, 2021

পাওয়ার ফ্যাক্টর


আসসালামু আলাইকুম। বন্ধুরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

# পাওয়ার ফ্যাক্টর কি?

পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ। অন্যভাবে বলতে গেলে একটিভ পাওয়ার এবং এপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর কে সাধারণত cosθ দ্বারা প্রকাশ করা হয়। ইহার কোন একক নেই এবং ইহাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।

পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে থাকে যে শতকরা কতভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। পাওয়ার ফ্যাক্টরের মান (০-১) পর্যন্ত হয়ে থাকে।

আমরা জানি যে cosθ দ্বারা পাওয়ার ফ্যাক্টরকে প্রকাশ করা হয় কিন্তু θ দ্বারা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণকে বুঝায়।

পাওয়ার ফ্যাক্টর মান সঠিক রাখার জন্য করনীয়-

ইন্ডাক্টিভ লোডের(মোটর) সহিত নিদিষ্ট মানের ক্যাপাসিটর স্থাপন করতে হবে। 

ক্যাপাসিটরের একক হচ্ছে কেভিএআর।



No comments:

Post a Comment