চিত্রঃ বিদ্যুৎ এর সঞ্চালন লাইন।
বিদ্যুতের ভূমিকাঃ
বিদ্যুৎ সভ্যতার সোপান, বিদ্যুৎ ছাড়া মানুষ অাজ বিকলাঙ্গ। বিদ্যুৎ ছাড়া অামাদের এক মুহূর্তে চলে না। বিদ্যুৎ বহুবিধি ব্যবহারের কারনে গড়ে উঠেছে কল-কারখান, ব্যবসা প্রতিষ্ঠান ও গড়ে নানান ধরনের কর্ম সংস্থান।
বিদ্যুৎ (Electricity) কি?
বিদ্যুৎ একধরনের অদৃশ্য শক্তি। যা সাধারণত দেখা যায় না, তবে স্পর্শ করলে অনুভুতি পাওয়া যায়। অালো, শব্দ, গতি ও রূপান্তরিত শক্তি উৎপাদন করে। যার ব্যবহারে বিভিন্ন বাস্তব কাজ সমাধান করা হয়।
কিভাবে বিদ্যুৎ (Electricity) উৎপাদন করা হয়ঃ
জেনারেটর নামে এক ঘূর্ণয়মান যন্ত্র যা পরিবাহক ও চুম্বক ক্ষেত্রের মাঝে পারস্পরিক গতি সৃষ্টির মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ (Electricity) শক্তিতে রূপান্তর করে।
প্রকারভেদঃ
বিদ্যুৎ দুই প্রকার। যথা ১। স্থীর বিদ্যুৎ (D.C), ২। চল বিদ্যুৎ (A.C)।
স্থীর বিদ্যুৎ (ডাইরেক্ট কারেন) অর্থাৎ একমূখী। যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর স্থান পরিবর্তন করতে পারে না। একে সংক্ষিপ্ত ভাবে ডিসি বিদ্যুৎ বলে।
চল বিদ্যুৎ বা পর্যাবৃত্ত বিদ্যুৎ (A.C)। যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর তার পথ পরিবর্তন করতে পারে তাকে চল বিদ্যুৎ (A.C) বিদ্যুৎ বলে।
No comments:
Post a Comment