Monday, April 5, 2021

পাওয়ার ফ্যাক্টর


আসসালামু আলাইকুম। বন্ধুরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

# পাওয়ার ফ্যাক্টর কি?

পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ। অন্যভাবে বলতে গেলে একটিভ পাওয়ার এবং এপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর কে সাধারণত cosθ দ্বারা প্রকাশ করা হয়। ইহার কোন একক নেই এবং ইহাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।

পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে থাকে যে শতকরা কতভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি। পাওয়ার ফ্যাক্টরের মান (০-১) পর্যন্ত হয়ে থাকে।

আমরা জানি যে cosθ দ্বারা পাওয়ার ফ্যাক্টরকে প্রকাশ করা হয় কিন্তু θ দ্বারা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণকে বুঝায়।

পাওয়ার ফ্যাক্টর মান সঠিক রাখার জন্য করনীয়-

ইন্ডাক্টিভ লোডের(মোটর) সহিত নিদিষ্ট মানের ক্যাপাসিটর স্থাপন করতে হবে। 

ক্যাপাসিটরের একক হচ্ছে কেভিএআর।



Sunday, December 29, 2019

বিদ্যুৎ (Electricity) কি?, উৎস কি, কত প্রকার ইত্যাদি সম্পর্ক অালোচনা।


চিত্রঃ বিদ্যুৎ এর সঞ্চালন লাইন।

বিদ্যুতের ভূমিকাঃ

বিদ্যুৎ সভ্যতার সোপান, বিদ্যুৎ ছাড়া মানুষ অাজ বিকলাঙ্গ। বিদ্যুৎ ছাড়া অামাদের এক মুহূর্তে চলে না। বিদ্যুৎ বহুবিধি ব্যবহারের কারনে গড়ে উঠেছে কল-কারখান, ব্যবসা প্রতিষ্ঠান ও গড়ে নানান ধরনের কর্ম সংস্থান।

বিদ্যুৎ (Electricity) কি?

বিদ্যুৎ একধরনের অদৃশ্য শক্তি। যা সাধারণত দেখা যায় না, তবে স্পর্শ করলে অনুভুতি পাওয়া যায়। অালো, শব্দ, গতি ও রূপান্তরিত শক্তি উৎপাদন করে। যার ব্যবহারে বিভিন্ন বাস্তব কাজ সমাধান করা হয়।

কিভাবে বিদ্যুৎ (Electricity) উৎপাদন করা হয়ঃ

জেনারেটর নামে এক ঘূর্ণয়মান যন্ত্র যা পরিবাহক ও চুম্বক ক্ষেত্রের মাঝে পারস্পরিক গতি সৃষ্টির মাধ্যমে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ (Electricity) শক্তিতে রূপান্তর করে। 

প্রকারভেদঃ

বিদ্যুৎ দুই প্রকার। যথা ১। স্থীর বিদ্যুৎ (D.C), ২। চল বিদ্যুৎ (A.C)। 
স্থীর বিদ্যুৎ (ডাইরেক্ট কারেন) অর্থাৎ একমূখী। যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর স্থান পরিবর্তন করতে পারে না। একে সংক্ষিপ্ত ভাবে ডিসি বিদ্যুৎ বলে। 
চল বিদ্যুৎ বা পর্যাবৃত্ত বিদ্যুৎ (A.C)।  যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার পর তার পথ পরিবর্তন করতে পারে তাকে চল বিদ্যুৎ (A.C) বিদ্যুৎ বলে।               

#মতামত দিন#

rajuahamed90.blogspot.com

Tuesday, December 24, 2019

নবায়নযোগ্য শক্তি (Renewable Energy )

ভোরের প্রতিভা (সাহিত্য প্রত্রিকা), আড়াইহাজার, নাঃগঞ্জ থেকে প্রকাশিত হয়েছিল।